পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ২০:৩১
শেয়ার :
পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আমির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত নেতৃত্বে গঠিত দল গোপন সংবাদের ভিত্তিতে আমির হোসেনকে জাহাঙ্গীর আলমের মামুন স্টোর নামের চায়ের দোকান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. আমির হোসেন পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবজ্জীবন সাজা এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার পরিচয় নিশ্চিত করেছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন পলাতক থাকা কোনো আসামি র‌্যাবের নজর এড়িয়ে যেতে পারবে না।