গফরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ২০:১৭
শেয়ার :
গফরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্বগোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল একই এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, বিকেলে বাড়ির পাশের বিলে রফিকুল মাছ ধরতে গিয়েছিলেন। এসময় ব্রজপাতে রফিকুল ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুলের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে পাগলা থানাপ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি।