জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ১৯:২০
শেয়ার :
জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মো. খালিদ মুসাব্বির। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাচোল-আমনুরা রোডের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ মুসাব্বির (২৮) নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, খালিদ বাড়ি থেকে ইমামতি করার জন্য হাটবাকইলের দিকে যাচ্ছিলেন। পথে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে তিনি ছিটকে পড়ে যান। এ সময় আমনুরা থেকে নাচোলগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, ঘটনার পর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।