কপালে সিঁদুর, বিয়ের গুঞ্জনে পূজা চেরি
শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। অভিনয় করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতেও। অভিনয়ের পাশাপাশি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও উৎসবের সময়টা একেবারেই নিজের মতো করে উপভোগ করেন পূজা চেরি। শারদীয় দুর্গাপূজায় ঢাকার বেশে কয়েকটি মণ্ডপে ঘুরতে দেখা গেছে তাকে। সেখানে ভক্তদের সঙ্গে সময় কাটান তিনি।
এদিকে তার বিয়ে নিয়ে হঠাৎ করেই তীব্র আলোচনায় মেতে উঠেছে নেটদুনিয়া। কারণ একটাই, হিন্দু সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা সিঁদুর পরার রীতি নেই। তিনি অবিবাহিত হয়েও সিঁদুর কেন পরেছেন? সঙ্গত কারণেই এমন প্রশ্ন জেগেছে সবার মনে, তবে কি চুপিচুপি বিয়ে করেছেন পূজা?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কারণ আজ শুক্রবার পূজা চেরি নিজের ফেসবুকে কপালে সিঁদুর পরা কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে প্রকৃতি কথা বলে, সেখানে হৃদয় থেমে শোনে।’ জানা গেছে, এই ছবিগুলো একটি ফ্যাশন হাউজের ফটোশুটের অংশ। তার কিছু ছবি পূজার ফেসবুক পেজে দিয়েছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে পূজার এক মণ্ডপে তিনি বলেছিলেন ‘এখানে একজন সিদুঁর আমার গালে লাগিয়ে দিচ্ছিল তখন তারা বলল যে ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো। আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দূর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে মা তুমি কেমন আছো?”
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
প্রসঙ্গত, ২০১৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তারপর সম্ভাবনাময় নায়িকা হিসেবে তাকে নিয়ে ভাবতে শুরু করেন অনেক নির্মাতা। তারপরই ‘পোড়া মন টু’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন পূজা। ‘দহন’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। ২০২০ সালে মুক্তি পায় পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’, ২০২৩ সালে ‘জ্বীন’, ২০২৪ সালে ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও সর্বশেষ চলতি বছরের ঈদুল আজহার মুক্তি পায় ‘টগর’।