ম্যানচেস্টার সিনাগগে হামলায় নিহত দুই ইহুদি, হামলাকারীর পরিচয় প্রকাশ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়া ম্যানচেস্টারের সেই সিনাগগ পরিদর্শন করেছেন, যেখানে গতকাল ইয়ম কিপুর উপলক্ষে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
হামলায় নিহত দুই ইহুদি নাগরিকের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- অ্যাড্রিয়ান ডলবি (৫৩) এবং মেলভিন ক্র্যাভিটস (৬৬)। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিলেন জিহাদ আল-শামি নামের ৩৫ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক, যিনি সিরীয় বংশোদ্ভূত। গাড়ি চালিয়ে জনতার ওপর হামলা চালানোর পর তিনি ছুরি দিয়ে লোকজনকে আঘাত করেন। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
আল-শামির এক প্রতিবেশী বিবিসিকে বলেছেন, ‘এমন একজনকে আমাদের এলাকায় বসবাস করতে দেখা ভীষণ ভয়ঙ্কর।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যুক্তরাজ্যের চিফ রাব্বি এই হামলাকে বলেছেন, ইহুদি বিদ্বেষের লাগাতার ঢেউয়ের একটি বেদনাদায়ক পরিণতি।