গুইমারাতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
খাগড়াছড়িতে গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে গুইমারা উপজেলার রামসু বাজারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)র বিক্ষোভ, অবরোধ ও সহিংসতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
তিনি জানান, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
এসময় রিজিয়ন কমান্ডার রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।