প্রতিমা বিসর্জনে গিয়ে ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু
শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। কিন্তু প্রতিমা বিসর্জনের সময় ভারতের মধ্যপ্রদেশে পৃথক ঘটনায় দশ শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়।
এতে ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে। ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করলেও তাদেরমধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশু নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নিখোঁজে শিশুটির সন্ধানে পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) নদীতে অভিযান চালাচ্ছে এবং একটি ক্রেনের মাধ্যম ডুবে যাওয়া গাড়িটিকে টেনে বের করা হয়েছে।
অন্যদিকে দেশটির খানদাওয়া বিভাগের পান্দানা তহসিলের আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আরদলা ও জামিলের ২০ থেকে ২৫ গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন। তখন তাদের ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮ মেয়ে শিশু রয়েছে। ক্রেন দিয়ে পুকুর থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত মানুষ ওঠার কারণেই ট্রলিটি পুকুরে উল্টে যায়। পুলিশ এবং জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।
রাজ্যর মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। নিহতদের প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ এবং আহতদের নিকটস্থ হাসপাতালে দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি শোকপ্রকাশ করে বলেন, ‘আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’