নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি খড়িবাহী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বড়শি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন।
বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর মৃত্যুর খবরে পুরো জেলা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ভিড় করছেন প্রিয় চেয়ারম্যান মিন্টুকে শেষবারের মতো দেখার জন্য।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু জানান, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউপি চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টুর আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী এবং রাজনৈতিক সহকর্মীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। একজন জনপ্রিয় ও পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি যে সেবামূলক ভূমিকা পালন করেছেন, তা নজিপুর ইউনিয়নের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জানা গেছে, হাবিবুর রহমান মিন্টুর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে। তার পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ ধর্মপ্রাণ মুসলমানদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।