রাজধানীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৫
শেয়ার :
রাজধানীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইল ফোনসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে- এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে জাহিদ নামের এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। তার কাছে তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করা হয়েছে।