প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৯
শেয়ার :
প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি হাওলাদার (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় এলাকাবাসী ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি হাওলাদার জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবসহ অনেকেই নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলেন। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারালে রনি হাওলাদার নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এসময় নৌকায় থাকা রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ কিশোর রনি হাওলাদারকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।’