৩১ বছর বয়সে ইতিহাস, ভারতের সবচেয়ে কনিষ্ঠ ধনকুবের আরাভিন্দ!
মাত্র ৩১ বছর বয়সে ইতিহাস গড়লেন আরাভিন্দ শ্রীনিবাস। এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ জায়গা করে তিনি হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে কনিষ্ঠ ধনকুবের। তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ১৯০ কোটি রুপি। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, ১৯৯৪ সালের ৭ জুন তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম নেওয়া আরাভিন্দ ছোটবেলা থেকেই বিজ্ঞানে আগ্রহী ছিলেন। আইআইটি মাদ্রাজে পড়াশোনার সময়ই তিনি রিইনফোর্সমেন্ট লার্নিং ও অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং কোর্স পড়াতেন।
পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে কম্পিউটার সায়েন্সে পিএইচডি সম্পন্ন করেন ২০২১ সালে। তার গবেষণার ক্ষেত্র ছিল কনট্রাস্টিভ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ইমেজ জেনারেশন, ইমেজ রিকগনিশন ও ভিডিও জেনারেশন। এ ছাড়া তিনি ২০২০ ও ২০২১ সালে “ডিপ আনসুপারভাইজড লার্নিং” কোর্সও পড়িয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রতিবেদনে আরও জানা যায়, বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছেন শ্রীনিবাস। ওপেনএআই-তে রিইনফোর্সমেন্ট লার্নিং, লন্ডনের ডিপমাইন্ডে কনট্রাস্টিভ লার্নিং, গুগলে ভিশন মডেল ‘হ্যালোনেট’ ও ‘রেসনেট-আরএস’ উন্নয়ন এবং ওপেনএআই-তে ফিরে এসে ‘ডাল-ই ২’-এ অবদান রেখে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
২০২২ সালের আগস্টে ডেনিস ইয়ারাটস ও অ্যান্ডি কনউইন্সকির সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন পারপ্লেক্সিটি এআই। এআই-চালিত এই সার্চ ইঞ্জিন দ্রুত, সঠিক ও নির্ভরযোগ্য উত্তর দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। শুধু উদ্যোক্তা নয়, ২০২৩ সাল থেকে আরাভিন্দ অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবেও সক্রিয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইলেভেনল্যাবস (টেক্সট-টু-স্পিচ) এবং সুনো (টেক্সট-টু-মিউজিক) এর মতো স্টার্টআপে বিনিয়োগ করেছেন তিনি। ভারতের সুযোগকে কাজে লাগানো পারপ্লেক্সিটির সবচেয়ে বড় ব্যবহারকারী এখন ভারত। এ কারণে দেশটিকে কোম্পানির প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন তিনি।
শুধু তাই নয়, পারপ্লেক্সিটি ফান্ড গঠন, ভারতের বেঙ্গালুরু বা হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং টিম তৈরি এবং ভ্রমণ, কেনাকাটা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব নিয়েও ভাবছেন শ্রীনিবাস। মাত্র ৩১ বছর বয়সে এআই দুনিয়ায় বিশ্বজোড়া স্বীকৃতি—ভারতের তরুণ প্রজন্মের জন্য নিঃসন্দেহে এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবেন আরাভিন্দ শ্রীনিবাস।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস