যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সিনাগগে হামলায় নিহত ২

পুলিশের গুলিতে নিহত হামলাকারী

এস ইসলাম, লন্ডন থেকে
০২ অক্টোবর ২০২৫, ১৮:৪৮
শেয়ার :
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সিনাগগে হামলায় নিহত ২

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এক সিনাগগের বাইরে বৃহস্পতিবার দুপুরে হামলাকারীর গুলিতে প্রাণ গেল দুই জনের। পুলিাশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি হঠাৎ চলন্ত গাড়ী জনতার উপর উঠিয়ে দেয়। এর পর তিনি ধারালো অস্ত্র বের করে কয়েকজনকে আঘাত করেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয় এবং তার মধ্যে দুজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সশস্ত্র কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে এবং পুলিশের গুলিতে তার মুত্যু ঘটে।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের শরীরে গাড়ির ধাক্কা ও ছুরিকাঘাত— দুই ধরনের আঘাতই রয়েছে।

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এক বিবৃতিতে বলেন, এটি একটি গুরুতর ঘটনা। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষকে আশ্বস্ত করছি— তাৎক্ষণিক কোনো হুমকি আর নেই।

অভিযুক্তের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ।