মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর জেলে আবু বক্কর সিদ্দিকের (৬০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার জামালদী এলাকা সংলগ্ন মেঘনা ব্রিজের পূর্ব পাশে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কর সিদ্দিক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঝাউচর গ্রামের পরেশ আলী মণ্ডলের ছেলে।
জানা যায়, এর আগে গতকাল বুধবার প্রতি দিনের মতো রাত ৯টার দিকে আবু বক্কর সিদ্দিক জামালদী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এরপর থেকে রাতে স্বজনরা তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে নদীতে খুঁজতে যায় স্বজনরা। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে নৌকায় তার ভেজা কাপড় ও মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়।
এ ঘটনায় নিহতের পরিবার গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার উদ্ধার কাজ পরিচালনা করে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, ‘মরদেহটি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।