হাবিবের ‘মহা জাদু’ নিয়ে যা বললেন ফেরদৌস ওয়াহিদ
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ যেন আবারও গানের জাদুতে সবাইকে মুগ্ধ করলেন। ঝড় তুললেন কোক স্টুডিও’র বাংলার মঞ্চে। ‘মহা জাদু’র ঘোরে এখনও বুঁদ হয়ে আছে শ্রোতারা। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রশংসার ঝড় বইছে ইউটিউব কমেন্টে।
গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাজাকিস্তানের জনপ্রিয় শিল্পী মেহেরনিগর রুস্তম। ভিন্নধর্মী এই আন্তর্জাতিক কোলাবরেশন নতুন মাত্রা যোগ করেছে গানে। গানটির বিট, সুর আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট শ্রোতাদের মাতিয়ে তুলছে।
অনেকেই বলছেন, শ্রোতাদের যেন হাবিব ফিরিয়ে নিয়ে গেছেন তার শুরুর দিককার সেই মায়াবী সুরের আমেজে। সেই কথার সঙ্গে একমত পোষণ করলেন বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন ওর গানটি প্রকাশ হয় তখন আমি ওকে বললাম, তুমি মনে হয় আরেকটি স্তরে চলে যাচ্ছো। এটা শুনে ও (হাবিব) খুব গভীরভাবে ভাবলো এবং জানতে চাইলো- এটা বলে তুমি কী বুঝাও। আমি বললাম, “কৃষ্ণ” যখন বের হয়েছিল, তখন কিন্তু মানুষে মনে একটা দোলা লেগেছিল। এই গানটা কিন্তু আরেকটা দোলা দিল।’
ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘আমাদের দেশ থেকে আমার কেন যেন মনে হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে পৃথিবীতে ছড়াতে শুরু করবে। আমার কাছে ভালো লেগেছিল “কৃষ্ণ”, “ভালো বাসবো বাসবো রে বন্ধু” আর এখন “মহা জাদু” গানটি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, ‘মহা জাদু’ গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। এর আগে ‘তাঁতি’, ‘মা লো মা’, ‘অবাক ভালোবাসা’, ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ গানগুলো প্রকাশিত হয়েছে। সেগুলো ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে শ্রোতামহলে।