ফ্লোটিলা ‘কনসায়েন্স’ থেকে ভিডিও বার্তা, যা বললেন শহিদুল আলম
তীব্র ঝড়ো আবহাওয়া এবং ইসরায়েলি বাধা সত্ত্বেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ তাদের বিপজ্জনক যাত্রা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে যোগ দেওয়া প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।
আজ বৃহস্পতিবার জাহাজটির ওপরের ডেক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে তিনি এসব কথা জানান। এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে ফিলিস্তিনের ওপর থাকা ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় ব্যক্ত করেন।
লাইভে শহিদুল আলম বলেন, ‘আমরা গতকাল ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম। এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা সুমুদ ফ্লোটিলার শেষে অংশে। এর আগের ফ্লোটিলাগুলো ইতোমধ্যে গাজার কাছে চলে গেছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘সামনের জাহাজগুলোতে গতরাতে ইসরায়েলিরা আক্রমণ করেছিল। কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছায়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই সেখানে যাব। ইসরায়েলিদের আক্রমণের কারণে আমরা কখনোই পিছু হটব না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ভিডিও বার্তার শেষের দিকে এই আলোকচিত্রী বলেন, ‘এখন সমুদ্র উত্তপ্ত। ঝড়ের আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ থেকে গেছে। বৃষ্টিও সকালে থেমে গেছে। কিন্তু আমরা আমাদের মতো চলছি। আমরা অবরোধ ভাঙব। ফিলিস্তিন মুক্ত হবে।’
উল্লেখ্য, অবরোধের শিকার গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেয় ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যার মধ্যে প্রায় ৫০০ যাত্রী রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মী।