‘আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’

সরাইল প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ১১:১৯
শেয়ার :
‘আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নিবার্চন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখোর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোটের মাধ্যমে মেন্ডেট দেবে, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব।’ 

গতকাল বুধবার রাত ৯টার দিকে সরাইল উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

সরাইল মডেল মসজিদ ও ইসলামী সাংকৃতিক কেন্দ্র পরিদর্শনে এসে তিনি বলেন, ‘সরাইলে নির্মিত মডেল মসজিদ নির্মাণে ত্রুটির খবর পাওয়া যায়। মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এসময় আয়োজিত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামের আমির এনাম খান ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরাইলে প্রবেশের সঙ্গে সঙ্গে উপদেষ্টা মহোদয়কে সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা বাসীর পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় তিনি সরাইলের বিভিন্ন সমস্যাসমুহ মনোযোগ দিয়ে শুনেন এবং নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। তিনি সরাইল মডেল মসজিদে মাগরেবের নামাজ আদায়ের ইচ্ছা থাকলেও যানজটজনিত কারণে সরাইলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়েছে।