ইসরায়েলি বাহিনীর হাতে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মী আটক
ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব নৌযানে ৩৭ দেশের অন্তত ২০১ জনের বেশি অধিকারকর্মী ছিলেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
ওই পোস্টে সাইফ লিখেছেন, আটককৃতদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র লেখেন, আটকের ঘটনার পরও ফ্লোটিলার মিশন থেমে যায়নি। এখনো প্রায় ৩০টি জাহাজ ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, অংশগ্রহণকারীরা দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত। অবরোধ ভেঙে একসঙ্গে গাজায় পৌঁছাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অন্তত আটটি নৌকা থামিয়ে দেওয়া হয়। সেগুলো হলো- দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু।
তবে রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। নৌযানগুলো থেকে আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস