বিজিবির অতিরিক্ত মহাপরিচালকের লালমনিরহাট সীমান্তের পূজামণ্ডপ পরিদর্শন

লালমনিরহাট প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ০৭:৩০
শেয়ার :
বিজিবির অতিরিক্ত মহাপরিচালকের লালমনিরহাট সীমান্তের পূজামণ্ডপ পরিদর্শন

সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্গা পূজার সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি জেলার মোগলহাট হরিবাসর সার্বজনীন দুর্গা মন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে যান। পূজার নিরাপত্তা ও সার্বিক পরিবেশ বিষয়ে খোঁজখবর নেন এবং উপস্থিত পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিজিবি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বছর মোট ১৪৫টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই বিজিবির টহল দল মোতায়েন রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

এসময় স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এ কার্যক্রমকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।