ঘুমন্ত যুবককে গুলি করে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ২০:৪৩
শেয়ার :
ঘুমন্ত যুবককে গুলি করে হত্যার অভিযোগ

খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তানভির হাসান শুভ মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার এলাকার আবুল বাশারের ছেলে এবং একটি কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তানভীর বাড়িতে নিজ কক্ষে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার কক্ষে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জানালা খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দু‌টি ও বাঁ হা‌তে এক‌টি গু‌লির চিহ্ন রয়েছে।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান। বর্তমানে তার মরদেহ খুমেক মর্গে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তার রুম থেকে দুটি গুলির খোসা ও একটি বুলেট উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ও কারা শুভকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আজ বিকাল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’