আলোচিত সমালোচিত বির্তকিত ‘ব্যাডস অব বলিউড’

ফয়সাল আহমেদ
০২ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
আলোচিত সমালোচিত বির্তকিত ‘ব্যাডস অব বলিউড’

হিন্দি সিনেমার ঝলমলে জগতের আড়ালে লুকিয়ে থাকে অজানা প্রতিযোগিতা, স্বপ্নভঙ্গ আর রহস্য। এই দিকগুলো প্রথমবারের মতো ক্যামেরায় তুলে ধরেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নেটফ্লিক্সে তার পরিচালনায় তৈরি সাত পর্বের ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ মুক্তির পর থেকেই চলছে আলোচনা, হচ্ছে সমালোচনা আর শুরু হয়েছে বিতর্ক। অন্তর্জালজুড়ে এখন আলোচনায় শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যা**ডস অব বলিউড’। সাধারণ দর্শকরা সিরিজটি নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

একসঙ্গে তিন খান

বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন তিন খান- আমির, শাহরুখ ও সালমান। এ তিনজন হাতেগোনা কয়েকটি শোতে অংশ নিলেও একসঙ্গে অভিনয় করা হয়নি তাদের। তিন খান একসঙ্গে একটি সিনেমা করবেন, এমন ইচ্ছা তাদেরও রয়েছে। নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। তবে ভালো চিত্রনাট্য না পাওয়ায় নাকি একত্র হওয়া হচ্ছে না তাদের। সেটা কবে সম্ভব হবে, আদৌ হবে কি না- এ সংশয়ের মধ্যে আশা জাগাল ‘ব্যা**ডস অব বলিউড’। এ সিরিজে আমির, শাহরুখ ও সালমান- তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তারা।

মামলা

‘ব্যা**ডস অব বলিউড’ প্রকাশের পর নতুন করে আইনি জটিলতায় জড়ালেন শাহরুখ খানের পরিবার। সিরিজটিতে নিজ চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। সমীরের দাবি, তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজ নির্মাণ করা হয়েছে। তিনি আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্রকে কেন্দ্র করে কোনো ধরনের কনটেন্ট প্রকাশ বা প্রচার করা না হয়। একই সঙ্গে তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন, যা ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় দান করার ঘোষণা দিয়েছেন।

অভিযোগ

ভারতের মানবাধিকার কমিশন (এনএইচআরসি) ইতোমধ্যেই মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছে রণবীর কাপুর, প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে। অভিযোগ উঠেছে, ২০১৯ সালের আইন লঙ্ঘন করে সিরিজটিতে ই-সিগারেটকে প্রচার করা হয়েছে। সমাজকর্মী বিনয় জোশি দাখিল করা অভিযোগে বলা হয়, রণবীরকে ই-সিগারেট টানতে দেখানো হয়েছে কোনো স্বাস্থ্যসতর্কতা ছাড়া, যা তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে পারে এবং নিষিদ্ধ দ্রব্যকে স্বাভাবিক করে তুলতে পারে।

সিজন টু

বলিউডের অন্ধকার দিক, ক্ষমতার লড়াই এবং গ্লামারের আড়ালে লুকানো চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করেই গল্পটি গড়ে উঠেছে। এর সাহসী উপস্থাপনা এবং চমকপ্রদ চরিত্রায়ন দর্শকদের নতুন অভিজ্ঞতা দিয়েছে। এবার শোনা যাচ্ছে, সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু করেছেন আরিয়ান খান। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের অন্যতম অভিনেতা রজত বেদি।

ইমরান হাশমিকে ঘিরে হাসির ঝড়

সিরিজে রাঘবের চরিত্র পারভেজ ইমরান হাশমির অন্ধভক্ত। একপর্যায়ে তিনি ইমরানের মুখমণ্ডল ছাপা টি-শার্ট পরে হাজির হন এবং হঠাৎ করেই গেয়ে ওঠেন জনপ্রিয় গান ‘কাহো না কাহো’। দৃশ্যটিতে ইমরান যেমন চমকে যান, তেমনি দর্শকও হেসে কুটিকুটি হন। শেষে ইমরানকে জড়িয়ে ধরে রাঘবের সংলাপ- ‘আগেও বলেছি, এখনও বলছি, মরতে মরতেও বলে যাব- সারা বলিউড একপাশে, আর ইমরান হাশমি একপাশে।’ এই দৃশ্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিতর্ক

আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘ব্যা**ডস অব বলিউড’ নিয়ে যখন চারদিকে আলোচনা, তখনই আলোচনায় এসেছেন অভিনেত্রী অন্যা সিং। সিরিজে তিনি সান্যার চরিত্রে অভিনয় করেছেন, যিনি ছিলেন সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা লক্ষ্যর ম্যানেজার। কাহিনির মূলে রয়েছে এক বহুল আলোচিত তিন ছবির চুক্তি- যা কারও জন্য সৌভাগ্যের টিকিট, আবার কারও জন্য দমবন্ধ করা ফাঁদ। মজার বিষয় হলো, অন্যা নিজেও এক সময় একই ধরনের চুক্তির ফাঁদে আটকে পড়েছিলেন। তবে সিরিজে তার অভিনয়ের প্রশংসার পাশাপাশি আলোচনায় রয়েছে একটি বিতর্কিত চুম্বন দৃশ্যও।

মিটু প্রসঙ্গ

হাঁসরাজ নামের এক প্রযোজকের মাধ্যমে যেন মিটু আন্দোলনের প্রতিচ্ছবিই দেখিয়েছেন আরিয়ান। যিনি কিনা নির্লজ্জভাবে স্বীকার করেন যে, নারী শিল্পীদের সুযোগের বিনিময়ে বিশেষ সুবিধা নিয়েছেন।

আন্ডারওয়ার্ল্ডের ছায়া

আরশাদ ওয়ারসির চরিত্র গফুর ইসমাইল বলিউড-আন্ডারওয়ার্ল্ড সম্পর্কের প্রতীক। মেয়ের খাতিরে তিনি আসমানকে অপহরণ করেন।