আমিরের সেটে শাকিবের ‘প্রিন্স’র মিটিং, দেখা মিলল বলিউড অভিনেতার

বিনোদন প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৫, ২০:১২
শেয়ার :
আমিরের সেটে শাকিবের ‘প্রিন্স’র মিটিং, দেখা মিলল বলিউড অভিনেতার
ছবি : সংগৃহীত

শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’। চলছে প্রি-প্রোডাকশনের কাজ। পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা এর কাজে এখন মুম্বাইতে অবস্থান করছেন। কারণ এতে আছেন বলিউডের পরিচিত চিত্রগ্রাহক অমিত রায়। সিনেমাটির মিটিংয়ে হঠাৎই হাজির বলিউড অভিনেতা আমির খান! কী অবাক লাগছে?

লাগারই কথা! না, আমির খান বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। মূলত প্রি-প্রোডাকশনের মিটিংটি হয়েছে আমির খানের সেটে। সেখানে আমির তার নতুন কাজের শুটিং করছিলেন। যার চিত্রগ্রাহক হলেন অমিত রায়। ব্যস, মিটিংয়ের বদৌলতে আমির খানের সঙ্গে দেখা হয়ে যায় ‘প্রিন্স’ পরিচালক-প্রযোজকের।

আবু হায়াত মাহমুদ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘প্রি-প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ। ধন্যবাদ অমিত দা, আমাদের জন্য এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।’

বিষয়টি জানতে আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা বেশ ভালো লাগার বিষয়। আমির খান অনেক বড় মাপের শিল্পী। তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি, তবে হাই-হ্যালোটা শুধু হয়েছে।’

‘প্রিন্স’ সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে যুক্ত হয়েছেন অমিত রায়। যিনি ‘অ্যানিমেল’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার’সহ বহু সিনেমায় ভিজ্যুয়াল মুগ্ধতা দিয়েছেন।

জানা যায়, ‘প্রিন্স’-এ থাকবেন তিন নায়িকা, যার মধ্যে একজন নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।