একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রেশমা

নাটোর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১৯:৪১
শেয়ার :
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রেশমা

নাটোরের লালপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন রেশমা বেগম (২৩) নামের এক গৃহবধূ। সন্তানদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। তবে জন্মের কয়েক ঘণ্টার মধ্যে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়। বর্তমানে দুই ছেলে ও এক মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারিতে শিশুদের জন্ম হয়। নবজাতকদের শারীরিক অবস্থা খারাপ হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। আজ বুধবার সকালে জানাজা শেষে শিশু দুটির দাফন সম্পন্ন হয়।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন সুস্থ আছেন। জীবিত থাকা তিন নবজাতক কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন করা হচ্ছে।

শিশুদের বাবা আসিব হোসেন সবুজ জানান, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে আমার পাঁচ সন্তান জন্মগ্রহণ করে। ২ জন সন্তান মারা গেছে। তিন শিশুর সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।