মাইকে ঘোষণার পর ধাওয়া, ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১৭:৪০
শেয়ার :
মাইকে ঘোষণার পর ধাওয়া, ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি শেষে তৃতীয় বাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নবী হোসেন মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন উপজেলার উচিতপুরা আগুয়ানদী এলাকার লইক্কা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০-২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকের বিশনন্দী গ্রামের পর্যাক্রমে লিয়াকত হোসেন, সেলিম মিয়া ও মজিবুর রহমানের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়।

ওই এলাকার প্রথমে দুই বাড়িতে ডাকাতি শেষে পার্শ্ববর্তী দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াছ মিয়ার বাড়িতে হানা দেয় তারা। ওই বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে ইলিয়াছের স্ত্রী কুলসুম আক্তার বাঁধা দেয়। ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে।

এর মধ্যে বিশনন্দী এলাকার তিন বাড়িতে ডাকাতির খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে ঘোষণা দিয়ে জড়ো হতে থাকে স্থানীয়রা। এই আওয়াজ শোনার পর ডাকাতদল দ্রুত ঘটনাস্থল থেকে পালানের চেষ্টা করে। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে নবী হোসেন পা পিছলে পড়ে যায়। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও নবী হোসেনকে স্থানীয়রা আটক করে বেধড়ক পিটুনি দেয়। এতে নবী হোসেন ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। আর ডাকাত দলের হামলায় আহত ইলিয়াছের স্ত্রী কুলসুমকে আশঙ্কায়জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। নিহত নবী হোসেনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। একইসঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’