পূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজট
শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে গ্রামের পথে মানুষের ঢল নামায় আজ বুধবার রাজধানী ঢাকা থেকে দেশের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট।
জানা গেছে, আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ সময় ধরে গাড়ি আটকে রয়েছে। একই পরিস্থিতি বিরাজ করছে ঢাকা-সিলেট মহাসড়কেও। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজারের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে চলায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ি সড়কে উঠেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়ার প্রভাব পড়ায় যানজট বেড়েছে। নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্বাভাবিক হতে সময় লাগছে।
যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে আধা ঘণ্টা সময় লাগলেও আজ একই দূরত্ব অতিক্রমে তিন থেকে চার ঘণ্টা লেগেছে। তারা অভিযোগ করেছেন, এত ভয়াবহ যানজটে বাড়ি পৌঁছানোর সময় নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
এক যাত্রী সোহেল মিয়া বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে, কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনও নরসিংদী পার হতে পারিনি।’
হাইওয়ে পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে। তবে গাড়ির চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?