৩৫ বছরের নারীকে বিয়ের পরের দিনই মারা গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ১৭:১২
শেয়ার :
৩৫ বছরের নারীকে বিয়ের পরের দিনই মারা গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

৩৫ বছরের এক নারীকে বিয়ে করার পরের দিনই মারা গেছেন ৭৫ বছরের এক বৃদ্ধ। গতকাল মঙ্গলবার সকালে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধের নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। সন্তান না থাকায় তিনি একাই কৃষিকাজ করে জীবন চালাতেন।

একাকিত্ব ঘোচাতে পরিবারের আপত্তি উপেক্ষা করে নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন সাংগ্রুরাম। গত সোমবার জালালপুর এলাকার মানভাবতী নামের এক নারীকে বিয়ে করেন তিনি। আদালতে রেজিস্ট্রি করার পর স্থানীয় মন্দিরে সম্পন্ন হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান।

সংসারের দায়িত্ব নেওয়ার জন্য সাংগ্রুরাম আশ্বাস দিয়েছিলেন বলে জানান মানভাবতী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিয়ের রাতে বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরের দিকে সাংগ্রুরাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।