জলাবদ্ধতা নিরসনে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জলাবদ্ধতা নিরসনে ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।ফলে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।
আজ বুধবার সকালে ফুলবাড়িয়ার বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা জানান, প্রতি বছরই বর্ষা মৌসুম এলে জলাবদ্ধতা সৃষ্টি হয় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তিনটি গ্রামে। দীর্ঘদিনেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না করা ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
খবর পেয়ে যৌথবাহিনী ও সাভার উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে সমস্যা নিরসনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। এর পর ঢাকা-আরিচা মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ। তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। তারা তাদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেন। সড়ক নিয়ন্ত্রণে কাজ চলছে।’