পুলিশ সদরদপ্তর /
ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়
পুলিশের আইজিপি বাহারুল আলম। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এতে বলা হয়েছে, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’- এ কথা আইজিপি বলেননি। গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রেস উইং উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।