দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১৪:০০
শেয়ার :
দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মতিগঞ্জের লইয়ারকুল ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. গফুর শেখ। তিনি শ্রীমঙ্গল শহরের মুসলিম বাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে জনি নামে এক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অজয় সিং নামে অপরজনকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।