কবে আসছেন আলী আজমত

বিনোদন প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৫, ১৩:০৪
শেয়ার :
কবে আসছেন আলী আজমত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’র অন্যতম সদস্য আলী আজমত। প্রথমবারের মতো ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন এই গায়ক। নাম রাখা হয়েছে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। যার ঘোষণা আসে গেল শুক্রবার। তবে সেসময় জানা যায়নি আয়োজন সম্পর্কে বিস্তারিত কিছু।

এবার জানালেন কনসার্টের চূড়ান্ত তারিখ। ‘আলী আজমত লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে কনসার্টটির তারিখ ঘোষণা দিয়ে আলী আজমত বলেন, ‘গেটসেটরক.কম থেকে আপনার টিকিট সংগ্রহ করুন।’

জানা যায়, অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেটসেট রক’-এ আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কনসার্টটির টিকিট পাওয়া যাবে। আর তা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। ভেন্যু রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টার। 

ঢাকায় আলী আজমতের এটা তৃতীয় সফর। সবশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’র অন্যতম সদস্য আলী আজমত। বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা তৈরি হয় এই ব্যান্ড থেকেই। পরবর্তী সময়ে তিনি ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ড গড়ে তোলেন। পাশাপাশি একক শিল্পী হিসেবেও সংগীতচর্চা করছেন।