গজারিয়ায় মহাসড়কে যান চলাচলে ধীরগতি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১২:০১
শেয়ার :
গজারিয়ায় মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়ায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। 

আজ বুধবার ভোর সকাল দাউদকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়। তা ছড়িয়ে পড়ে গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত। পরে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নিলে সকাল ৯টা থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়। 

প্রতিবেদনটি লেখা সকাল সাড়ে ১১টা পর্যন্ত গজারিয়ার অংশে কুমিল্লা মুখী লেনে যানচলাচল ধীরগতি দেখা যায়।

সাইফুল ইসলাম নামে একযাত্রী বলেন, ‘সকাল ১০টায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গাড়িতে উঠি গৌরীপুর যাওয়ার জন্য। এখনও দাউদকান্দি গিয়ে পৌঁছাতে পারিনি। বাউশিয়া পাখির মোড় আটকে আছি।’

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি, তার মধ্যে আবার দাউদকান্দি এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় গজারিয়ার অংশে যান চলাচলে ধীরগতি রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে ভবেরচর হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।