‘মহানায়ক’ কন্যার কণ্ঠে ‘দেবদাস’র গান
দুর্গাপূজায় প্রকাশিত হয়েছে সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ও নায়ক বুলবুল আহমেদ অভিনীত ‘দেবদাস’ সিনেমার ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ গানটি নতুন আঙ্গিকে দর্শকের সামনে উন্মুক্ত করা হয়েছে।
‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমে গান থাকছে ছয়টি। সবগুলো গানেই কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা।
এর আগে, বুলবুল আহমেদের জন্মদিন উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত হয় এই আয়োজনের প্রথম গান। ‘সঙ্গিনী’ সিনেমার ‘দুটি মন যখন কাছে এল’ গানটি ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও সুরকার আজাদ রহমান।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দ্বিতীয় মৌসুমে আরও থাকছে ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আবার দুজনে দেখা হল’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’। গানগুলো দেখা যাবে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নতুন এই পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আহমেদ আবারও দর্শকদের স্মৃতিতে নতুনভাবে ফিরে আসবেন বলে মনে করেন আয়োজকরা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, ২০১৩ সালে বাবার অভিনীত গান নিয়ে ‘মহানায়কের গান’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিলোত্তমা। পরে গানগুলো সিলন টি কর্তৃপক্ষের নজরে আসে। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘মহানায়কের গান’র প্রথম মৌসুম।