নেপালে ২ বছরের কন্যা শিশুকে ‘জীবন্ত দেবী’ নির্বাচিত
নেপালে দুই বছরের এক কন্যা শিশুকে নতুন জীবন্ত দেবী কুমারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার কাঠমান্ডুর এক গলি থেকে পারিবারিক সদস্যদের কাঁধে বহন করে তাকে একটি মন্দির প্রাসাদে আনা হয়। অনুষ্ঠানটি চলছিল দেশের দীর্ঘতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের সময়।
নতুন কুমারীর নাম আর্যতারা শাক্য, বয়স ২ বছর ৮ মাস। তিনি সেই কুমারীর জায়গায় আসছেন যিনি প্রথানুযায়ী যৌবন প্রাপ্তির পর সাধারণ মানুষের মতো হয়ে যান।
সিএনএন এর প্রতিবেদন সূত্রে, নেপালের কাঠমান্ডু উপত্যকার স্থানীয় নিউয়ার সম্প্রদায়ের শাক্য কুচের মধ্যে থেকে কুমারী নির্বাচিত হন। কুমারীরা হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের অনুসারীদের মধ্যে সমভাবে পূজিত হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কুমারী সর্বদা লাল পোশাক পরেন, চুল উপরের দিকে বাঁধেন এবং কপালে “তৃতীয় চোখ” আঁকা থাকে।
মঙ্গলবার উদযাপিত হয়েছে ডশাইন উৎসবের অষ্টম দিন, যা ১৫ দিনের দীর্ঘ উৎসব এবং শুভ ও অশুভের বিজয় উদযাপন। এদিন দেশটিতে অফিস ও স্কুল বন্ধ থাকে এবং মানুষ পরিবার নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস