রাঙ্গামাটিতে নৌকা ডুবে শিশুর মৃত্যু, মা-ভাই নিখোঁজ

অনলাইন ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ০৮:২২
শেয়ার :
রাঙ্গামাটিতে নৌকা ডুবে শিশুর মৃত্যু, মা-ভাই নিখোঁজ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় রানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা শিরিন আক্তার ও ভাই মাসুম এখনও নিখোঁজ রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুলশাখালীতে এই ঘটনা ঘটে। 

এদিকে নিখোঁজ দুইজনকে উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা কাজ করছে।

জানা গেছে, মঙ্গলবার লংগদু গুলশাখালী বাজার থেকে স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ো বাতাসের কবলে পড়েন এফআইডিসি টিলার বাসিন্দা আছর উদ্দিন। এ ঘটনার পর সেনা সদস্যরা আছর উদ্দিন ও মেয়ে সালমাকে জীবিত উদ্ধার করেন। পরে ৭ বছর বয়সী ছেলে রানার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও আছর উদ্দিনের স্ত্রী শিরিন আকতার ও ৫ বছর বয়সী আরেক ছেলে মাসুম নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

এদিকে একই সময়ে লংগদুর কাট্টলী বিল এলাকায় তিনটি মাছ ধরার নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে দুর্ঘটনার শিকার ৬ জেলেকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।