দম্পতিকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম ও গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়ার ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছলেমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামের আরিফ হোসেনের সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে মোছলেমা ও তার স্বামী আরিফ হোসেন বাড়ির পাশে একটি গাছ কাটতে যান। এ খবর পেয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন, তার স্ত্রী লাকি আক্তার, ছেলে মাহিয়ানসহ আরও কয়েকজন তাদের বাধা দেন। এসময় তাদের দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের লোকজনেরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মোছলেমা আক্তারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলাকারীরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করেন এবং তারা এসময় গৃহবধূ মোছলেমা আক্তারকে তার স্পষ্টকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। হামলাকারীরা নগদ ৩৮ হাজার টাকাসহ অন্য মালামাল লুট করে নিয়ে যান। এসময় আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।
এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন। আর গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়।
আহত গৃহবধূ মোছলেমা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তারা আমাদের বারবার হত্যার হুমকি দেন। আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালান।’
অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিপক্ষরা আমাদের জায়গায় গাছ কাটতে এলে আমরা বাধা দেই। কথা কাটিকাটির সময় তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়েই তাদের শরীরে আঘাত পান। আমরা কোনো আঘাত করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’