হামাসকে ট্রাম্পের আল্টিমেটাম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য হামাসের হাতে আর মাত্র তিন থেকে চার দিন সময় আছে। তিনি জানান, ইসরায়েল ও আরব নেতারা ইতোমধ্যেই এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হামাস এটি করবে অথবা করবে না, আর যদি না করে তবে এর খুব দুঃখজনক পরিণতি হবে।’
প্রস্তাবের বিষয়ে আলোচনার সুযোগ আছে কি না- এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, ‘খুব বেশি নয়।’
এর আগের দিন হোয়াইট হাউস থেকে প্রকাশিত ২০ দফা পরিকল্পনায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মুক্তি এবং ধাপে ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রস্তাব অনুযায়ী—
হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে।
একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্র আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হামাস গাজা শাসনে কোনো ভূমিকা রাখবে না। যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবে তাদের ক্ষমা করা হবে এবং যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে অন্যত্র পাঠানো হবে।
এছাড়া পরিকল্পনায় একটি অস্থায়ী ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে, যা গাজার প্রশাসনিক সেবা নিশ্চিত করবে। একই সঙ্গে গৃহহারা বাসিন্দাদের প্রত্যাবর্তন এবং গাজার জনগণকে উচ্ছেদ না করার নিশ্চয়তার কথাও বলা হয়েছে।
প্রস্তাবে সম্মতি দেওয়ার জন্য ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস