পিএসজি নাকি বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগে আজ রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হবে বর্তমান শিরোপাধারী পিএসজি ও বার্সেলোনা। দুই দলই ম্যাচটি জিততে মরিয়া। চোট থেকে সেরে উঠেছেন পিএসজির জোয়াও নেভেস। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ লড়াইয়ে পর্তুগিজ এই মিডফিল্ডারকে পাচ্ছে পিএসজি। শঙ্কা কাটিয়ে শিরোপাধারীদের দলে আছেন তারকা মিডফিল্ডার ভিতিনিয়াও।
একটি দুঃসংবাদও আছে ফরাসি চ্যাম্পিয়নদের জন্য। জর্জিয়ান লেফট উইঙ্গার খাভিচা কাভারাৎস্খেলিয়াকে আসছে ম্যাচটিতে পাচ্ছে না তারা। আটালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযান শুরু করে পিএসজি। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান নেভেস। যার ফলে লিগ আঁয় মার্সেই ও অক্সেরের বিপক্ষে খেলতে পারেননি ২১ বছর বয়সী ফুটবলার।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে আবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই স্কোয়াডে ফিরলেন নেভেস।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
অক্সেরের বিপক্ষে ২-০ গোলে জেতা গত শনিবারের লিগ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঝপথে মাঠ ছাড়েন ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়া। বার্সেলোনার বিপক্ষে দুজনকেই পাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। সংশয়ের সেই কালো মেঘ দূর করে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া আসছে ম্যাচে খেলার জন্য প্রস্তুত। কিন্তু ঊরুতে চোট পাওয়া কাভারাৎস্খেলিয়া পারেননি সময়মতো সেরে উঠতে। বাঁ ঊরুর চোটে ভুগছেন পিএসজির অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। হ্যামস্ট্রিং চোটের সঙ্গে লড়াই চলছে এবারের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের। আর পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন আরেক ফরোয়ার্ড দিজিরে দুয়ে। এদিকে বার্সা শিবির রয়েছে ফুরফুরে মেজাজে। দলে ফিরেছেন লামিনে ইয়ামাল। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে তারা।
আরও পড়ুন:
বিপাকে আলভেস