১৩৮০ গ্রাম গান পাউডারসহ আওয়ামী লীগকর্মী গ্রেপ্তার
১ হাজার ৩৮০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে মো. খাইরুল ইসলাম (৪৫) নামের ওই আওয়ামী লীগকর্মীকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর খাইরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ডিবি। তার দেওয়া তথ্য মোতাবেক মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ১ হাজার ৩৮০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার খাইরুল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
উদ্ধারকৃত গান পাউডারের উৎস অনুসন্ধান এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?