নিরাপত্তার অজুহাত প্রশাসনের, আয়োজক বললেন মুরব্বিদের খুশি করতে পারিনি
সূর্য ক্লাবের উদ্বোধন উপলক্ষে আগামী ১০ অক্টোবর মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নগরবাউল জেমসের কনসার্ট। কনসার্ট ঘিরে আয়োজকরা নিচ্ছিলেন ব্যাপক প্রস্তুতি। টিকিট বিক্রিও শুরু হয়েছিল। জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। প্রথমে মৌখিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার আশ^াস দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষকে। আয়োজকরা মেহেরপুর স্টেডিয়ামে কনসার্ট করতে চান। এরপর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টটি মেহেরপুর স্টেডিয়ামে নয়, ভেন্যু অন্য কোথাও দেখেন। আয়োজকরা সেটাও মেনে নেন। গোবীপুর হাইস্কুল মাঠে কনসার্ট করার প্রস্তুতি নেন। সব প্রস্তুতি যখন জোরেশোরে চলছিল, ঠিক ওই সময় জানা গেল কনসার্টটি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে।
কথা হয় মেহেরপুরের সূর্য ক্লাবের সভাপতি নাহিদ মাহবুব সানীর সঙ্গে। তিনি বলেন, ‘কনসার্টের জন্য আমরা প্রথমে মেহেরপুর জেলা স্টেডিয়াম চেয়েছিলাম, সেটা না দিয়ে আমাদের অন্য কোথাও করার কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। এরপর গোবীপুর হাইস্কুল মাঠে আয়োজন করতে চাই। প্রশাসন রাজি হলো। টিকিট বিক্রিও শুরু করে দিই আমরা। গুরু জেমস আসবেন, সে মোতাবেক ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলাম। প্রশাসনের নিরাপত্তা ছাড়াও আমাদের পক্ষ থেকে নিজস্ব ভলান্টিয়ার, আনসার সদস্যরা থাকতেন। ঠিক এই সময়ে এসে নিরাপত্তার কথা বলে আমাদের কনসার্টটি স্থগিত করে দেওয়া হয়। আমাদের বলা হয়- কনসার্ট নিয়ে ধোঁয়াশা, ধোঁয়াশা লাগছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। আপনারা মনে হয়, মুরব্বিদের খুশি করতে পারেননি।’
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘এ নিয়ে আসলে আমাদের পক্ষ থেকে কিছু বলার নেই। আমরা মেহেরপুরে কনসার্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মেহেরপুরের জেলা প্রশাসকের মুঠোফোনে ক্ষুদেবার্তাসহ একাধিকবার ফোন করা হলেও তিনি এ প্রতিবেদকের ফোন ধরেননি।
অন্যদিকে সূর্য ক্লাব কর্তৃপক্ষ বিক্রি করা টিকিটের টাকা দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের ফেরত দেওয়া হবে বলে জানান। কনসার্টে অংশগ্রহণকারীর নাম ও ফোন নম্বর সংরক্ষণ করা আছে। সাংবাদিকদের উপস্থিতিতে টাকা ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
এ বছর জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউল সদস্যদের ব্যস্ত সময় কেটেছে বিভিন্ন দেশে আয়োজিত একাধিক কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করেন তিনি। ‘নগরবাউল জেমস : লাইভ ইন ফিলি’ শিরোনামের ওই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল, টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হবে বাংলাদেশে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদরে কল্যাণে। ফিলাডেলফিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত আরেকটি কনসার্টে পারফর্ম করেছিলেন জেমস। যুক্তরাষ্ট্র সফরের আগে এই রক তারকা অংশ নিয়েছিলেন সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় আয়োজিত কনসার্টে।