পূজায় ব্যস্ত পূজা চেরি

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
শেয়ার :
পূজায় ব্যস্ত পূজা চেরি
ছবি : সংগৃহীত

শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। অভিনয় করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতেও। অভিনয়ের পাশাপাশি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও উৎসবের সময়টা একেবারেই নিজের মতো করে উপভোগ করেন পূজা চেরি। শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে ঢাকার কয়েকটি মণ্ডপে ঘুরতে দেখা গেছে তাকে। সেখানে ভক্তদের সঙ্গে সময় কাটান তিনি। সেই মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

শেয়ার করা ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘বলো দুর্গা মা কি জয়... শুভ অষ্টমী।’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজাকে দেখা যায় লাল-সাদা শাড়িতে, মণ্ডপের পরিবেশে মানানসই এক সাজে।

মণ্ডপে যাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে পূজা বলেন, ‘মণ্ডপে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ দূর থেকে শুধু তাকিয়ে ছিলেন। অনেকের চোখেমুখে একটা সংশয় ছিল, আমি আসলেই কি পূজা চেরি! তবে পুরো বিষয়টা আমার ভালো লেগেছে।’

শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় হাজির হয়েছিলেন পূজা চেরি। ২০১৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তারপর সম্ভাবনাময় নায়িকা হিসেবে তাকে নিয়ে ভাবতে শুরু করেন অনেক নির্মাতা। তারপরই ‘পোড়া মন টু’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন পূজা। ‘দহন’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি।

২০২০ সালে মুক্তি পায় পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’, ২০২৩ সালে ‘জ্বীন’, ২০২৪ সালে ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও সর্বশেষ চলতি বছরের ঈদুল আজহার মুক্তি পায় ‘টগর’।