সিলিং ফ্যানে ঝুলছিল বিউটিশিয়ানের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২
শেয়ার :
সিলিং ফ্যানে ঝুলছিল বিউটিশিয়ানের মরদেহ

‎ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল শান্তা ইসলাম (৩৩) নামের এক বিউটিশিয়ানের মরদেহ।

আজ ‎মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো ওই বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করে পুলিশ।‎

‎শান্তা ইসলাম ফরিদপুরে ইয়াং লাইফ নামের একটি বিউটি পার্লার ও লেজার সেন্টারের স্বত্বাধিকারী ছিলেন।

‎ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে শান্তা। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয় ২০২০ সালে।

সান্তার মেয়ে সারা ইসলাম বলেন, ‘আমার মাকে নিয়ে ১ মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার হয়। যা নিয়ে মা হতাশায় ভুগছিলেন। এর কারণে আমার মা আত্মহত্যা করে থাকতে পারে।’

‎‎ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।