পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের, আহত বাবা
বগুড়ার আদমদীঘিতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত মোটরসাইকেল (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্কুটিচালক স্বামী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআনবিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার মেয়ে নাজিফা আক্তার (২)। আর আহত হয়েছেন নিহত নাজিরার স্বামী রমজান আলী তোতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে ভুষি ভর্তি একটি পিকআপভ্যান বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে রমজান আলী তার স্ত্রী নাজিরা আক্তার ও মেয়ে নাজিফাকে নিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পিকআপভ্যানটি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড় এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিতে ধাক্কা লাগে। এতে রমজানের স্ত্রী নাজিরা এবং মেয়ে নাজিফা ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত রমজান আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও স্কুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পিকআপভ্যানচালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’