মিমের অজানা গল্প

বিনোদন প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
শেয়ার :
মিমের অজানা গল্প

সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। তার সবশেষ কাজের খোঁজখবর পাওয়া যায় এই মাধ্যমে। শুধু তাই নয়, ব্যক্তিগত নানা খবরও তিনি শেয়ার করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

এসবের বাইরেও অনেক অজানা অধ্যায় রয়েছে নায়িকার জীবনে। যা তিনি তুলে ধরেছেন মাছরাঙা টিভির বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ। অজয় পোদ্দারের প্রযোজনায় এবারের পর্বে অতিথি হয়েছেন বিদ্যা সিনহা মিম।

অজয় বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানারকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প বলবেন মিম। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। আশা করি, দর্শকরা পুরো পর্বটি উপভোগ করবেন।’

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শুক্রবার রাত ৯টায়।