খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বাধাগ্রস্ত করতে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা—এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরের প্রবেশ ও প্রস্থানপথে চলছে তল্লাশি। জুম্মা ছাত্র-জনতার ডাকা অবরোধ শিথিল হলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল এখনও বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?