স্থগিত জেমসের কনসার্ট

মেহেরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
শেয়ার :
স্থগিত জেমসের কনসার্ট
ছবি : সংগৃহীত

নগর বাউল জেমস মানেই সংগীতপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। গানে গানে মঞ্চ মাতানোই ছিল তার কাজ। সেই আশায় বুক বেঁধে মেহেরপুরে ‘সূর্য ক্লাব’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছিল জেমসের কনসার্ট। তবে প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

এই কারণে কনসার্টের প্রচারণা ও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। সূর্য ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই কনসার্ট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। তারা এ তথ্য একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছে।

এ বিষয়ে সূর্য ক্লাব কর্তৃপক্ষ জানায়, তারা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে।

টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সে সময় সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।

ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সব কার্যক্রম বন্ধ রয়েছে, টিকিট বিক্রিও বন্ধ। কোনো প্রতারক চক্র যদি কনসার্টের নামে টিকিট বিক্রি করে, সে দায় সূর্য ক্লাব নেবে না।

তাই কারও কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি তারকা জেমস। চার দশকের ক্যারিয়ার অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের। তবে এখন খুব বেশি একটা প্রকাশ্যে আসতে চান না তিনি। ভক্তরা তাকে ভালোবেসে গুরু বলে ডাকেন।