বিতর্কিত জাতীয় নির্বাচন তদন্তে ইসির ৩ কর্মকর্তা সংযুক্ত

অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
শেয়ার :
বিতর্কিত জাতীয় নির্বাচন তদন্তে ইসির ৩ কর্মকর্তা সংযুক্ত

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠিয়েছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর।

জানা গেছে, বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।

আগে চার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিল ইসি। এদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় অন্য তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।

প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন। তাদের পরিবর্তে ওই তদন্ত কমিশনে কাজ করবেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।