কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬
শেয়ার :
কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের নেতা নিহত

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা আমজাদ হোসেন (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য এহাসানকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। 

এলাকাবাসী জানান, অভিযুক্ত রাফি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।

জানা গেছে, নিহত আমজাদ নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে এবং একই এলাকার জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি। 

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ছৈয়দ নুরের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রাফি ও তার ভাগ্নে মোফাচ্ছেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমজাদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে নিহত আমজাদের ভাই সাদ্দাম ছাত্রদলের নেতা হওয়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করা হয়। 

অপরদিকে চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, ‘আটক ইউপি সদস্য এহসান বিএনপি সমর্থিত।’

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এহসানকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।