‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না’

কালকিনি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮
শেয়ার :
‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণাকৃত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াতলা বাজারে একটি দূর্গোৎসবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি উপজেলার রাজারচর, আলিনগর, শিকারমঙ্গলসহ উপজেলার ২৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং এসব পূজা মন্ডপের হিন্দু ধর্মাম্বলীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


এসময় তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতা কর্মীরা এই শারদীয় উৎসবকে তাদের উৎসব মনে করে প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত আপনাদের পাশে থাকব। আগামীর বাংলাদেশে কোনো ধর্মীয় ও ধনী-গরিবের বৈষম্য থাকবে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সোনার বাংলা গড়ব।’

এদিন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলার সকল ইউনিটের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদরা।