হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল সোমবার রাতে হাতিরঝিল থানা এলাকায় রেড ক্রিসেন্টের অদূরে রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় রিকশার এক যাত্রী আহত হয়েছেন। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা ওই প্রাইভেটকারটি আটক করে পুলিশে দিয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
রিকশাচালক আউয়াল গাজীপুরের শ্রীপুর উপজেলার গরমি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?