ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫
শেয়ার :
ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজের ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) দিন মোহাম্মদ বলেন, ‘গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ির ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’ 

মৃতরা হলেন মাদারগঞ্জ গ্রামের জগদীশ রায়ের স্ত্রী সুমিলা রানী (৪০) এবং তার মেয়ে শাপলা (২০)। 

স্থানীয়দের ভাষ্যমতে, শাপলা একজন প্রতিবন্ধী ছিলেন। মা-মেয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিন মোহাম্মদ বলেন, ‘বাড়িতে মা সুমিলা রাণী ও মেয়ে শাপলা থাকলেও কয়েকদিন ধরে তাদের কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। এদিকে গেল সোমবার বিকেলে এনজিও কর্মী কিস্তির টাকা নিতে এসে ওই বাড়িতে পঁচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ঘরের দরজা ভাঙতে গেলে দেখা যায়, তাদের পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘরের দরজা ভেঙে সুমিলা রাণী ও তার মেয়ে শাপলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।’

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় বলেন, ‘আমরা ঘরের দরজা খুলতে গেলে কারেন্টের শক খাই। এরপর টেস্টার দিয়ে দেখা যায়, পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে আছে। পরে বিদ্যুত অফিসের লোক এসে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করলে ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।’  

দিন মোহাম্মদ বলেন, ‘ঘরের ভেতর থেকে দরজা লক করা ছিল। আর পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে এবং বৈদ্যুতিক শকে তাদের মৃত্যু হতে পারে।’ 

তিনি বলেন, ‘তারপরও মৃত্যুর কারণ আরও নিশ্চিত হওয়ার জন্য মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

দিন মোহাম্মদ আরও বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট আসলে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’