পটিয়ায় ইসলামী ব্যাংকে পুলিশ-জনতা সংর্ঘষের ঘটনায় মামলা

পটিয়া প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১
শেয়ার :
পটিয়ায় ইসলামী ব্যাংকে পুলিশ-জনতা সংর্ঘষের ঘটনায় মামলা

চট্টগ্রামে পটিয়া শাখার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর ব্যাংক কর্মকতা ব্যাংকে সেবা দিতে আসলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত রবিবার সংর্ঘষ বাধে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

গতকাল সোমবার রাতে পটিয়া থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেন। 

জানা গেছে, ব্যাংকের পুর্নঃনিরীক্ষণ পরীক্ষায় অংশ গ্রহণ না করাসহ নানা ইস্যুতে রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তাদের কাজে যোগ দিতে বাধা দেন ইসলামি ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হলে তা বাইরে ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত জনতা ইসলামী ব্যাংকের গেইটে তালা লাগিয়ে ব্যাংকের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ করে দেন। এতে করে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ-জনতার সংর্ঘষের ধাওয়া-পাল্টা-ধাওয়ায় ৭ জন স্থানীয় লোকজনসহ ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। 

আহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা, আবুল কাসেমসহ ৭ জন আহত হন। এ সংঘর্ষে আরও ৩ জন পুলিশও আহত হয় বলে পুলিশের দাবি। 

এদিকে ব্যাংক ইস্যুতে পটিয়ায় কোনো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় থানায় অতিরিক্ত ফোর্সসহ একটি জল কামান আনা হয়েছে। পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ৩০০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’